মান্দায় স্বাভাবিক প্রসবসেবা বিষয়ক অবহিতকরণ সভা

নিজস্ব প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষনিক স্বাভাবিক প্রসবসেবা জোরদারকরণ বিষয়ক একদিনের অবহিতকরণ কর্মশালা পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ ইউনিটের ব্যবস্থাপনায় ও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে রোববার বেলা ১১টায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (এমসিএইচ-সার্ভিসেস) ও লাইন ডাইরেক্টর ডা. মাহমুদুর রহমান, পরিবার পরিকল্পনা রাজশাহীর বিভাগীয় পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল, নওগাঁর সিভিল সার্জন ডা. আবু হেনা মোহাম্মদ রায়হানুজ্জামান সরকার, পরিবার পরিকল্পনা নওগাঁর উপপরিচালক রফিকুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রহমান প্রমূখ।
কর্মশালায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, নারী ইউপি সদস্য, স্বাস্থ ও পরিবার কলাণ কর্মীসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।