তানোরে নতুন বই পেয়ে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে বছরের প্রথম দিনে উপজেলার ২৮৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৪ হাজার ৯০৫ জন শিক্ষার্থীর হাতে ৩ লাখ ৭৬ হাজার ৭৩০টি নতুন বই তুলে দেয়া হয়েছে।
এর মধ্যে ১৬৫টি প্রাথমিক পর্যায়ের ২৩ হাজার ৩০০ শিক্ষার্থী পেলো ৯৭ হাজার ৮০০ টি নতুন বই এবং ১২৪টি মাধ্যমিক পর্যায়ের ২১ হাজার ৬৫ জন শিক্ষার্থী পেলো ২ লাখ ৭৮ হাজার ৯৩০টি নতুন বই।
রোববার সকালে তানোর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বই উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দিয়ে বই বিতরণ উৎসব অনুষ্ঠানের অনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ ওমর ফারুক চৌধুরী (এমপি)।
তানোর উপজেলা প্রশাসন এবং তানোর উপজেলা মাধ্যামিক শিক্ষা অফিস ও তানোর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত বই উৎসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানোর উপজেলা নির্বাহী অফিসার পংকজ চন্দ্র দেবনাথ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া, তানোর উপজেলা আ.লীগ সভাপতি মাইনুল ইসলাম স্বপন, তানোর উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার।
তানোর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সানাউল্লাহ উপস্থাপনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, তানোর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিক, তানোর উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদান, তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ তানোর জোনের সহকারী প্রকৌশলী মাহাফুজুর রহমান, বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, কামারগাঁ ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বী ফরহাদ।
তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যান সমিতির সভাপতি জিল্লুর রহমান, তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যান সমিতির সাধারণ সম্পাদক আসলাম উদ্দীন, তানোর পাইলট মডেল উচ্চ বিদ্যলয়ের প্রধান শিক্ষক মাইনুল ইসলাম সেলিম প্রমুখ।
উক্ত বই উৎসব অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষিকাসহ শিক্ষার্থী ও অভিভাবক, সুধীজন, রাজনৈনিক নেত্রীবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা।