পবার হরিয়ান ইউনিয়নে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার সকাল ১১টার দিকে ইউনিয়ন পরিষদ চত্বরে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
ইউপি চেয়ারম্যান মফিদুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গরিব ও অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন পবা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোসাঃ শামসুন্নাহার। এসময় ইউনিয়নের শীতার্ত ও মাদ্রাসার হাফেজ ছাত্রদের মধ্যে ২৯০টি কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান মফিদুল ইসলাম বাচ্চু বলেন, শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি সমাজের বিত্তবানরা গরিব-অসহায় শীতার্ত মানুষগুলোর পাশে দাঁড়ালে কোনো মানুষকেই শীতে কাঁপতে হবে না।
তিনি আরো বলেন, ইউনিয়নের সকল ওয়ার্ডের শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে। সমাজের অবহেলিত এবং বঞ্চিত মানুষগুলোর সাহায্যার্থে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সদস্য নুরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আক্কাস আলী, রফিকুল ইসলাম, আক্কাছ আলী, মোস্তফা, রেশমা বিবি, রাশিদা বেগমসহ ইউপির কর্মকর্তা-কর্মচারি ও এলাকার বিভিন্ন শ্রেণি পেশার জনগণ।