চারঘাটে নতুন বই বিতরন উৎসব

নিজস্ব প্রতিবেদক, চারঘাট : সারাদেশের ন্যায় বছরের প্রথমদিনে শিক্ষার্থীদের মাঝে বই বিতরন করা হয়েছে। রবিবার সকালে উপজেলার চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয়ে এই বিতরন উৎসব অনুষ্ঠিত হয়।
উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যামিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর হাবিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সোহরাব হোসেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক জিয়াউল হক, মেয়র একরামূল হক, প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক জালাল উদ্দীন বিশ্বাস, উপজেলা একাডেমিক সুপারভাইজার রাহিদুল ইসলাম।
উল্লেখ্য যে, সভা শেষে প্রধান অতিথি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন। চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয়, চারঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয়, সরদহ সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের মাধ্যমে সরকারের নির্দেশনায় এসকল পাঠ্যপুস্তক বিতরন করা হয়েছে বলে জানান শিক্ষক প্রধানরা। শিক্ষকরা বলেন শিক্ষার্থীরা নতুন বই পেয়ে খুশি তারা।