মহাদেবপুরে রামরায়পুর সমাজ কল্যাণ সংসদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৩; সময়: ৬:৩৪ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, মহাদেবপুরে : নওগাঁর মহাদেবপুরে নববর্ষ উদযাপন উপলক্ষে রামরায়পুর সমাজ কল্যাণ সংসদের উদ্যোগে গতকাল রোববার বিকেলে রামরায়পুর মাদ্রাসা মাঠে সুধী সমাবেশ ও শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রামরায়পুর সমাজ কল্যাণ সংসদের সভাপতি মো. মামুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর ও বদলগাছী) আসনের সংসদ সদস্য আলহাজ¦ মো. ছলিম উদ্দীন তরফদার সেলিম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আহসান হাবীব ভোদন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মন্ডল, থানার অফিসার ইনচার্জ মো. মোজাফফর হোসেন, চাঁন্দাশ ইউপি চেয়ারম্যান নবী রিপন, জেলা আওয়ামীলীগের সদস্য অজিত কুমার মন্ডল।

রামরায়পুর সমাজ কল্যাণ সংসদের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুস সাত্তার, ইঞ্জিনিয়ার জাকারিয়া হোসেন, আরিফুল হক আরিফ প্রমূখ। এ সময় ১০০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন