গোদাগাড়ীতে শীতবন্ত্র বিতরণ

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৩; সময়: ৬:৫৩ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে অসহায় গরিব শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

রোববার বিকাল ৪টায় সুলতানগঞ্জস্থ শাপলা ফাউন্ডেশন গোদাগাড়ী এরিয়া শাখা আয়োজনে,সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শাপলা ফাউন্ডেশন সহ-সভাপতি সাদিকুল ইসলামের সভাপতিত্বে কম্বল বিতরণ সভায় প্রধান অতিথি ছিলেন গোদাগাড়ী পৌরসভার প্যানেল মেয়র মুহাম্মদ ওবাইদুল্লাহ।

বিশেষ অতিথি ছিলেন সাবেক ইউপি সদস্য ও সমাজসেবক আলহাজ্ব মজিবুর রহমান। এ সময় শাখা ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন। শীতবস্ত্র বিতরণ সভাটি পরিচালনা করেন শাপলা ফাউন্ডেশনের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম।

উপজেলার ২৫০ জন গরিব ও শীতার্তদের মাঝে প্রধান অতিথি থেকে কম্বল তুলে দেয়া হয়।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন