গোদাগাড়ীতে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করেন এমপি

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৩; সময়: ৭:৩৫ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে ব্যাপক উৎসহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে সারাদেশের ন্যায় বছরের প্রথমদিনে শিক্ষার্থীদের মাঝে বই বিতরন করা হয়েছে।

রোববার সকাল সাড়ে ১০ টার সময় গোদাগাড়ী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এই বিতরন উৎসব অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানে আলমের সভাপতিত্বে। বই বিতরণ উৎসবে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-১ গোদাগাড়ী-তানোর আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল আলম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও গোদাগাড়ী পৌরসভা মেয়র অয়েজউদ্দীন বিশ্বাস, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া বেগম মিলি, গোদাগাড়ী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মাইনুল ইসলাম

। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার । উল্লেখ্য যে, সভা শেষে প্রধান অতিথি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন। সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের মাধ্যমে সরকারের নির্দেশনায় এ সকল পাঠ্যপুস্তক বিতরন করা হয়েছে বলে জানান শিক্ষক প্রধানরা। শিক্ষকরা বলেন শিক্ষার্থীরা নতুন বই পেয়ে খুশি তারা।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন