মথুরাপুর বিদ্যালয়ে পাঠ্যপুস্তক উৎসবের উদ্বোধন

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৩; সময়: ১০:৩৭ am | 
খবর > শিক্ষাঙ্গন

নিজস্ব প্রতিবেদক, সুজানগর : সুজানগর উপজেলার ভাঁয়না ইউনিয়নের মথুরাপুর উচ্চ বিদ্যালয় এবং মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠ্যপুস্তক উৎসব-২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

নতুন পাঠ্যপুস্তক বিতরণের মধ্য দিয়ে অতিথিবৃন্দ এ উৎসবের শুভ উদ্বোধন করেন। ১ জানুয়ারি রবিবার সকালে মথুরাপুর উচ্চ বিদ্যালয় এবং মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে অত্র শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ওহাব এর সভাপতিত্বে পাঠ্যপুস্তক উৎসবে বক্তব্য রাখেন সুজানগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ও মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের এবং মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন প্রমূখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক আখতারুজ্জামান জর্জ।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন