রাজশাহীতে WINNIFLY-IT ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টারের শুভ উদ্বোধন
প্রকাশিত:
জানুয়ারি ২, ২০২৩; সময়: ৭:২৬ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে WINNIFLY-IT ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১ টার দিকে রাজশাহীর বর্ণালীর মোড়ে এ ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টারের অনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করা হয়।
কেক কেটে WINNIFLY-IT ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টারের শুভ উদ্বোধন করেন সিইও রিমাজ হোসেন সান্ত।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক সানজাদ রয়েল সাগর, WINNIFLY-IT ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টারে ম্যনেজিং ডিরেক্টর শাহরিয়ার অভি, ট্রেনার শিহাব সাদনাম রিয়াদ, অয়েভ ডিজাইন ট্রেনার লিমন দাস, ট্রেনার হারিজ উদ্দিন হিরো। আরো উপস্থিত ছিলেন ট্রেনিং সেন্টারে ফ্রিল্যান্সিং এর উপরে প্রশিক্ষনকৃতরা।