রাণীনগরে তিনজন গ্রেপ্তার ৫০হাজার টাকার মাদক উদ্ধার

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৩; সময়: ৪:৩৩ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে তিনজন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে। এসময় তাদের নিকট থেকে ৫০ হাজার টাকা মূল্যের ৫গ্রাম হেরোইন উদ্ধার করেছে। গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আতাইকুলার পাগলীর মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এসময় ওই মোড় থেকে খট্রেশ^র পশ্চিম পাড়া গ্রামের বাবু প্রামানিকের ছেলে নয়ন প্রামানিক(২২),একই গ্রামের আজিজার টিকাদারের ছেলে সাদ্দাম টিকাদার(২৮) ও মহসিন আলীর ছেলে সাবু আলী (৩৪) কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকালে তাদের নিকট থেকে ৫০হাজার টাকা মূল্যের ৫গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এঘটনায় সোমবার রাতেই তাদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন