রত্নাগর্ভা মরণোত্তর সন্মাননা পেলেন মিনতি রানী

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৩; সময়: ৩:২৭ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক, চারঘাট : ২০২৩ এর প্রথম দিনে স্নাতক প্রকৌশলীদেও সংগঠন ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) কর্তৃক নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর চারঘাট জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী রঞ্জন কুমার সরকারের মাতা মিনতী রানী সরকার রত্নাগর্ভা হিসেবে মরণোত্তর সন্মাননা পেলেন।

মায়ের পক্ষে এ সন্মাননা গ্রহন করেন প্রকৌশলী রঞ্জন কুমার সরকার ও তার মেয়ে অনিন্দিতা সরকার।তিনি সিরাজগঞ্জ উপজেলার রায়গঞ্জ চান্দাইকোনা গ্রামের শিক্ষক মৃত ধীরেন্দ্র ণাথ সরকারের ছেলে।

তার ছোট ছেলে ডিজিএম (চারঘাট জোনাল) প্রকৌশলী রঞ্জন কুমার সরকার জানান, মায়ের চার ছেলের সবাই সন্মানজনক পেশায় নিয়োজিত,এছাড়াও তার মা অন্যান্য গুনে গুণান্বিত ছিলেন বলে আইইবি কর্তৃক মিনতী রানী সরকারকে রত্নাগর্ভা মা হিসেবে স্বীকৃতি দিয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে (১লা জানুয়ারী) ঢাকায় র্ভাচুয়ালি অংশগ্রহন করেছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এছাড়াও আইইবি প্রেসিডেন্ট,সেক্রেটারিসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন