ফরিদপুরে হোটেলে হত্যাকান্ডের ঘটনার আসামী র‍্যাবের হাতে আটক

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৩; সময়: ১:৩৮ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর : ফরিদপুরে চাঞ্চল্যকর হোটেল কক্ষে খুনের হত্যাকারীকে আটক করেছে র‍্যাব।

জানা যায় গত২ জানুয়ারি ২০২৩ তারিখ শহরতলী গোয়ালচামট নতুন বাস স্ট্যান্ড “পথিক আবাসিক হোটেল”এর তৃতীয় তলার ১৭ নং কক্ষে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার কুরশী গ্রামের আব্দুস সালাম খান(৫৯),নামের এক ব্যক্তির মৃত লাশ পাওয়া যায়।

এরপর র‌্যাব-৮, ফরিদপুর হত্যাকাণ্ডের তদন্ত শুরু করে তারি ধারাবাহিকতায় ০৭/০১/২০২৩ইং তারিখ গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, হত্যাকান্ডের সাথে জড়িত ব্যক্তি আত্মগোপন করে ফরিদপুর জেলার কোতয়ালী মৃরগী গ্রাম এলাকায় অবস্থান করছে।

উক্ত সংবাদের সত্যতা পাওয়ার পর র‌্যাব-০৮ বরিশাল (ফরিদপুর ক্যাম্প) উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর পথিক আবাসিক হোটেলের কক্ষে বৃদ্ধ হত্যাকাণ্ডের মূল আসামি মোঃ আনিছ(৪০), পিতা- মৃত আমরেজ খান, সাং-মামুননগর, থানা-নাগরপুর, জেলা-টাংগাইল’কে গ্রেফতার করতে আটক করা হয়।

এ সময় আটক কৃত আসামীর কাছ থেকে ১টি সীমকার্ড সহ ১ টি মোবাইল ফোন জব্দ করা হয় এবং ভিকটিমের হারিয়ে যাওয়া ২টি মোবাইলের একটি সিমসহ উদ্ধার করা হয়। আসামীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন