তানোরে সাংবাদিকদের সাথে এমপি প্রার্থীর মতবিনিময়

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৩; সময়: ২:১৬ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে সাংবাদিকদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনীময় করেছেন এমপি প্রার্থী এ্যাডভোকেট সালাউদ্দীন বিশ্বাষ।

শনিবার বিকালে তানোর গোল্লপাড়া বাজার চত্বরে শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরন শেষে সন্ধ্যায় তিনি তানোর প্রেস ক্লাবে উপস্থিত হয়ে বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনীময় করেন।

এসময় উপস্থিত ছিলেন তানোর প্রেস ক্লাবের সভাপতি সাইদ সাজু, সাধারণ সম্পাদক টিপু সুলতান, আব্দুল মান্নান, সেতাউর নহমান প্রমুখ।

এসময় এমপি প্রার্থী এ্যাডভোকেট সালাউদ্দিন বিশ্বাষের সাথে ছিলেন এ্যাডভোকেট রায়হানুল ইসলাম রায়হান, তানোর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সালাউদ্দিনসহ গোদাগাড়ী ও তানোর উপজেলা জাতীয় পার্টির নেতা-কর্মিরা।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, গোদাগাড়ী উপজেলা জাতীয় পার্টির সদস্য এ্যাডভোকেট সালাউদ্দীন বিশ্বাষ আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে সংসদ সদস্য পদে পদপ্রার্থী হিসেবে এলাকায় গনসংযোগসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড করছেন।

এবিষয়ে তানোর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সালা উদ্দিন বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির পক্ষ থেকে এ্যাডভোকেট সালাহউদ্দীন বিশ্বাষকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনিত করা হয়েছে।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন