সুজানগরের ভিক্ষুকদের মাঝে গ্রামীণ ব্যাংকের শীতবস্ত্র বিতরণ

এম এ আলিম রিপন, সুজানগর : গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা যেমন বেড়েছে তেমনি কষ্ট ভোগ করছে শীতবস্ত্রহীন অসহায় মানুষগুলো। আর এই অসহায় মানুষগুলোর কথা চিন্তা করে দুঃস্থ ভিক্ষুক সদস্যদের পাশে দাঁড়ালেন সুজানগর গ্রামীণ ব্যাংক শাখা।
সোমবার (০৯ জানুয়ারী) গ্রামীণ ব্যাংক সুজানগর এরিয়ার ১০টি শাখার ভিক্ষুক সদস্যদের মাঝে এ শীতবস্ত্র(কম্বল) বিতরণ করেন গ্রামীণ ব্যাংক সুজানগরের এরিয়া ব্যবস্থাপক গোলাম মোহাম্মদ। এ সময় সুজানগর শাখা ব্যবস্থাপক রামচন্দ্র দাস সহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র বিতরণকালে গ্রামীণ ব্যাংক সুজানগরের এরিয়া ব্যবস্থাপক গোলাম মোহাম্মদ বলেন, শীত জেঁকে ধরেছে, প্রচন্ড শীত নিবারণের জন্য অনেকের ন্যূনতম শীতের কাপড় নেই। তাই তাদের কষ্ট কিছুটা লাঘব করার জন্য অসহায় মানুষগুলোর কষ্ট অনূভব করে গ্রামীণ ব্যাংক তাদের পাশে দাঁড়িয়েছে গ্রামীণ ব্যাংক।
তিনি আরো বলেন, আমাদের দেশের গরিব দুঃস্থদের ব্যাংক গ্রামীণ ব্যাংক। যাদের অন্য ব্যাংক মর্গেজ ছাড়া কোনো লোন দেয় না সেখানে গ্রামীণ ব্যাংক কোনো মর্গেজ ছাড়া নিরীহ,গরিব মানুষদের হাতে লোন তুলে দিচ্ছে। যারা ভিক্ষা পেশায় জীবনযাপন করছে তাদের জন্য আজকে আমাদের গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে সামান্য এ উপহার বলেও জানান তিনি।