সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্বদেশ প্রত্যাবর্তন দিবস

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী প্রশাসনিক ভবনে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্যদিয়ে দিবসের শুভ সুচনা করা করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শাহ্ আজম।
এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে আনন্দ শোভাযাত্রা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে রবীন্দ্র কাছারি বাড়িতে গিয়ে শেষ হয়। পরে দিবসের তাৎপর্য তুলে রবীন্দ্র কাছারি বাড়ি প্রাঙ্গনে আলোচনার সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় নাটকসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোঃ সোহরাব আলী, শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ ফখরুল ইসলাম, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।