ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
প্রকাশিত:
জানুয়ারি ১১, ২০২৩; সময়: ১:৪৪ pm | 
খবর > আঞ্চলিক

পদ্মাটাইমস ডেস্ক : টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রেনের ধাক্কায় শিশুসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও ৫ যাত্রী আহত হয়েছেন।
বুধবার দুপুরে উপজেলার ভূঞাপুর-তারাকান্দি রেললাইনের ড্যাপাকান্দি অরক্ষিত রেলকক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূঞাপুর থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, নিহতদের মধ্যে একজন শিশু ও দুই জন মহিলা রয়েছেন। গুরুতর আহত ৫ জনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।