রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে জেলা আ.লীগের বর্ধিত সভা

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৩; সময়: ৭:৫৫ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনা আগামী ২৯ জানুয়ারি রাজশাহী’র ঐতিহাসিক মাদ্রাসা মাঠের জনসভা সফল করার লক্ষে রাজশাহী জেলা আওয়ামী লীগের বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহীর একটি কমিউনিটি সেন্টারে সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান সাবেক এমপি বেগম আখতার জাহান।

সার্বিক সঞ্চালনা করেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারা।

সভাপতিত্ব করেন রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার। এ সময় সভায় রাজশাহী জেলা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন