বিপিএলকে তরুণদের আইপিএলের সিঁড়ি বলছেন উড

পদ্মাটাইমস ডেস্ক : চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর আগেই থেকেই সমালোচনার মুখে ছিল এবারের আসর। খেলোয়াড়দের প্র্যাকটিস কিট, ডিআরএস ইস্যু নিয়ে চলছিল বিতর্ক।
তবে এতসব সমালোচনার পরেও চলমান বিপিএল থেকে ইতিবাচক দিক খুঁজে নিলেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রধান কোচ জুলিয়ান রস উড।
গত আসরে সিলেট সানরাইজার্স দলের হয়ে পাওয়ার হিটিং কোচ হিসেবে এসেছিলেন জুলিয়ান উড। চলতি বিপিএলে দায়িত্ব পালন করছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রধান কোচ হিসেবে। বিশ্বের নানান ফ্র্যাঞ্চাইজি লিগে কাজ করার অভিজ্ঞতা থেকে তিনি বিপিএলকে তুলনা করেছেন।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দলীয় অনুশীলন শেষে এই কোচ কথা বললেন বিপিএল ও আইপিএলের তফাৎ নিয়ে।
যেমনটা বলছিলেন জুলিয়ান, আমার মতে আইপিএল সবকিছুর চূড়ায়। এটা অসাধারণ। সেখানে যে মানের ক্রিকেট হয় তা অবিশ্বাস্য। ওখানের সংশ্লিষ্টরা অনেক মানসম্পন্ন।
সেদিক থেকে বিপিএল হলো ভিত গড়ার মতো। যে কোনো তরুণ ক্রিকেটারের জন্য আইপিএল পর্যন্ত যাওয়ার পথে এটি সিঁড়ির মতো। যদি এখানে ভালো করে তাহলে… যেমন গত বছর (চট্টগ্রামের হয়ে) বেনি হাওয়েল ভালো করেছিল।
এরপর সে পিএসএল খেলতে যায়, আইপিএলেও দল পায়। পাঞ্জাবের হয়ে যদিও ম্যাচ খেলতে পারেনি, তবে সেখানে ছিল।
উড আরও বলেন, এটি (বিপিএল) দারুণ মঞ্চ। আমার মতে, যেভাবে বিপিএল পরিচালিত হয়, এই পরিবেশে কাজ করতে পারলে… কারণটা হল, এখানে সবকিছু অস্থির, সব জায়গায় দর্শক-ভক্তের সমাগম।
এর মধ্যেও আপনাকে নিজের কাজ করে যেতে হবে। কোচ বা খেলোয়াড় হিসেবে যদি এই পরিবেশে কাজ করতে পারেন, তাহলে বিশ্বের যে কোনো জায়গায় কাজ করতে পারবেন।
তো আমার মতে, আইপিএলসহ অন্যান্য লিগ খেলার জন্য তরুণ খেলোয়াড়দের দারুণ মঞ্চ এটি।