পোরশা উপজেলা মসজিদের মুয়াজ্জিনের বাড়ি আগুনে পুড়ে ছাই
প্রকাশিত:
জানুয়ারি ১৪, ২০২৩; সময়: ২:০৮ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশা উপজেলা মসজিদের মুয়াজ্জিন আমজাদ হোসেনের বাড়ি পুড়ে ছাই। মসজিদের পাশে টিনসেড বাড়িতে শুক্রবার আগুন লেগে বাড়ির সব জিনিসপত্র ও নগদ টাকা সহ প্রায় সাড়ে ৩ লক্ষ টাকার জিনিসপত্র পুড়েগেছে।
আমজাদ হোসেন জানান, বৈদ্যুৎতিক সর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে তিনি ধারনা করছেন। এতে তার বাড়ির সকল জিনিসপত্র পুড়ে গেছে এবং নগদ প্রায় আড়াই লক্ষ টাকা পুড়ে গেছে।
ইতোমধ্যে ইউএনও (ভারপ্রাপ্ত) মো. জাকির হোসেন ও উপজেলা ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম ঘটনা স্থল পরিদর্শন করেছেন। তারা মুয়াজ্জিনকে সহযোগীতার আশ্বাস দিয়েছেন বলে জানান।