বাগমারায় চেয়ারম্যান গোলাম রব্বানীর মৃত্যু বার্ষিকী সোমবার

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৩; সময়: ৬:৫৫ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার ৯নং শুভডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান শহীদ গোলাম রব্বানী’র ২৩ তম মৃত্যু বার্ষিকী আগামীকাল সোমবার। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় চেয়ারম্যান থাকা অবস্থায় ২০০০ সালের ১৬ ই জানুয়ারি সন্ধ্যায় সন্ত্রাসীরা তাঁকে নির্মম ভাবে জবাই করে হত্যা করে।

জীবিত অবস্থায় একটি মাদ্রাসা, মসজিদসহ অনেক উন্নয়নমূলক কাজ করেন এবং সর্বদায় দেশের সেবায় নিয়োজিত ছিলেন তিনি। তিনি আ’লীগের একজন বলিষ্ঠ নেতাও ছিলেন।

মৃত্যুর সময় তিনি স্ত্রী, দুই ছেলে, ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। মরহুম চেয়ারম্যান গোলাম রব্বানী’র রুহের মাগফেরাত কামনায় সকালে নিজ বাসভবন মচমইলে কোরআন খানি এবং বাদ যোহর কবর জিয়ারত করা হবে বলে পারিবারিক সূত্রে জানাগেছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন