নাটোরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৩; সময়: ১:০২ pm | 
খবর > রাজনীতি

নিজস্ব প্রতিবেদক, নাটোর : ১০ দফা দাবী ও বিদ্যুতের মূল্য কমানোর দাবীতে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সদর উপজেলা বিএনপি।

সোমবার বেলা ১১ টার দিকে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে দলীয় নেতা কর্মীরা। মিছিলটি শহরের গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে তারা এক সমাবেশ করে।

সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, বিএনপি নেতা ফরহাদ আলী দেওয়ান শাহীন প্রমুখ।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন