সিরাজগঞ্জে অগ্নিকান্ডে ৭টি ঘর ভস্মিভূত

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৩; সময়: ৪:২৪ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ পৌর এলাকার জানপুর মহল্লায় একটি বাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় ৭টি ঘরের আসবাবপত্র ভস্মিভূত হয়েছে। তখন আগুন নেভাতে গিয়ে ৩জন আহত হয়েছে।

ক্ষতিগ্রস্থরা জানায়, আগুনে তাদের বাড়ির প্রায় ২০-৩০ লাখ টাকা সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। অপরদিকে ফায়ার সার্ভিস বলছে অনুমানিক ১০-১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার আতাউর রহমান ও স্থানীয়রা জানান, সিরাজগঞ্জ পৌর এলাকার জানপুর গ্রামের শামসুল ইসলামের বাড়িতে শুক্রবার ভোর রাতে আকস্মিক ভাবে ঘরে আগুন লাগে।

মুহুর্তের মধ্যে বাড়ির অন্যান্য ঘরে তা ছড়িয়ে পড়লে ঘরে থাকা নারী ও শিশুদের আত্মচিৎকারে এলাকাবাসী ছুটে এসে আগুন নেভাতে চেষ্টা করে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি এউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ঘন্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তখন ৩জন আহত হয়।

প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ৭টি সেমি পাকা ঘরে থাকা আসবাবপত্রসহ প্রায় ১০ থেকে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন