বগুড়া শিবগঞ্জ এসপির শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৩; সময়: ৬:৪৯ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ বগুড়া : বগুড়ার শিবগঞ্জ থানায় পাহারাদারদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে ।

শুক্রবার (২৭ জানুয়ারি) বেলা ১২টায় শিবগঞ্জ থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম, পিপিএম।

শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনজুরুল আলম এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (শিবগঞ্জ- সোনাতলা) সার্কেল তানভীর হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আশিক ইকবাল।

প্রসঙ্গতঃ শিবগঞ্জ থানার ১০৭ টি পয়েন্টে পুলিশকে সহযোগিতায় যারা রাত্রীকালীন ডিউটি করে তাদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন