চাঁপাইনবাবগঞ্জে উপনির্বাচনে ফের সংঘর্ষ
প্রকাশিত:
ফেব্রুয়ারি ১, ২০২৩; সময়: ৩:৫৩ pm | 
খবর > নির্বাচন

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে দুই পক্ষের মধ্যে তুমুল উত্তেজনা থেকে ককটেল বিস্ফোরণ ও ইট নিক্ষেপের ঘটনা ঘটেছে।
বুধবার বেলা আড়াইটার দিকে শহরের শান্তির মোড় থেকে সোনার মোড় নবাবগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের মধ্যবর্তী এলাকায় এই ঘটনা ঘটে।
নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল ওয়াদুদ ও আপেল প্রতীকের প্রার্থী জেলা যুবলীগের বহিঃষ্কৃত সভাপতি সামিউল ইসলাম লিটনের মধ্যে এই উত্তেজনাপূর্ণ ঘটনা ঘটে।
জানা যায়, এমন অবস্থায় ভোট কেন্দ্রটিতে এখন কোন ভোটার দেখা যাচ্ছে না। মাত্র ১৩-১৪ ভাগ ভোট প্রয়োগ হয়েছে। পরিস্থিতি সামাল দিতে র্যাব, পুলিশ, ডিবি পুলিশ, বিজিবি, ব্যাটেলিয়ান আনসার কাজ করছে।