রাষ্ট্রপতির সহধর্মিণীর সাথে রাসিক মেয়র পরিবারের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৩; সময়: ৮:৫২ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক : মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদের সহধর্মিণী রাশিদা খানম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

শনিবার (৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে রাজশাহী সার্কিট হাউজে সৌজন্য সাক্ষাৎকালে জনাব রাশিদা খানম-কে ফুলেল শুভেচ্ছা জানান রাসিক মেয়র ।

এ সময় মেয়রপত্নী রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী ও নারীনেত্রী শাহীন আকতার রেণী, জ্যেষ্ঠ কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা, জামাতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের প্রভাষক মো. রেজভী আহমেদ ভূঁইয়া উপস্থিত ছিলেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন