কচুয়ায় প্রবাসীর মাইক্রোবাসে ডাকাতি ও মালামাল লুট

নিজস্ব প্রতিবেদক, কচুয়া : চাঁদপুর-সাচার-গৌরিপুর সড়কে এক প্রবাসীর মাইক্রোবাসে ডাকাতি করে নগদ টাকা ও মালামাল লুটে নিয়েছে ডাকাতদল।
সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার বাচাঁইয়া ব্রিকফিল্ড এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। অজ্ঞাত ডাকাতদল প্রবাসী আবু তাহেরের মাইক্রোবাস আটক করে নগদ টাকা ও মালামাল নিয়ে যায়। খবর পেয়ে কচুয়া থানা পুলিশ ক্ষতিগ্রস্থদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ক্ষতিগ্রস্থ সৌদি প্রবাসী লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার শেখপুরা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে আবু তাহের জানান, তিনি ঢাকা বিমানবন্দর থেকে নেমে তার ভাই আবুল খায়েরকে সঙ্গে নিয়ে মাইক্রোবাস যোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে উল্লেখিত স্থানে আসলে মুখোশধারী ৮/১০জনের ডাকাতদল পিকআপ দ্বারা মাইক্রোবাসটি গতিরোধ করে ডাকাতি করে।
ডাকাতদল তাদের সাথে থাকা নগদ ১০ হাজার রিয়াল,৭টি মোবাইল, কসমেটিকসসহ প্রায় তিন লক্ষ টাকার মালামাল হাতিয়ে নেয় বলে তিনি দাবি করেন।