ইতিহাস বদলে দেওয়া নারীদের আইপিএল, আজ নিলামে লড়বে ৯ বাংলাদেশি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৩; সময়: ১০:৪৫ am | 
খবর > খেলা

পদ্মাটাইমস ডেস্ক : ২০০৮ সাল থেকে আইপিএলের বিশ্বব্যাপী সাড়া জাগানো সাফল্যের পর বিসিসিআই আগামী মাসে প্রথমবারের জন্য নারীদের আইপিএল আয়োজন করতে চলেছে। যার প্রথম সংস্করনে ৫ টি দল অংশ নিচ্ছে। পুরুষ আইপিএল এর আদলে নারীদের আইপিএলেও হবে নিলাম। আজ মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশনে অনুষ্ঠিত হবে এই নিলাম। যেখানে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি খরচ করতে পারবেন ১২ কোটি টাকা।

এই নিলামে মোট ৬০ কোটি টাকার ক্রিকেটার কেনা হবে। এছাড়া নারী ক্রিকেটারদের সর্বোচ্চ ভিত্তি মূল্য রাখা হয়েছে ৫০ লক্ষ টাকা। এর মধ্যে বাংলাদেশের সালমা ও রুমানার ও ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কউর, ওপেনার স্মৃতি মান্ধানা, অলরাউন্ডার দীপ্তি শর্মা, অনুর্দ্ধ ১৯ বিশ্বজয়ী মহিলা দলের অধিনায়ক শেফালি ভার্মা রয়েছেন।

অপরদিকে ৩০ জন ক্রিকেটারের ভিত্তি মূল্য ৪০ লক্ষ টাকা রয়েছে, এর মধ্যে ভারতের ৪ জন ক্রিকেটার রয়েছেন। আর বাংলাদেশের জাহানারার ভিত্তি মূল্য ৩০ লাখ রুপি। প্রথম সংস্করনে নারীদের ৯০ জন ক্রিকেটার নিলামে উঠবে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি কমপক্ষে ১৫ ও সর্বোচ্চ ১৮ জন ক্রিকেটার রাখতে পারবেন দলে।

অন্যদিকে স্কোয়াডে ৬ জনের বেশি বিদেশি ক্রিকেটার রাখা যাবে না। যেখানে বাংলাদেশের ৯ জন, অস্ট্রেলিয়া থেকে ২৮ জন, ইংল্যান্ডের ২৭ জন, ওয়েস্ট ইন্ডিজের ২৩ জন ক্রিকেটার নিলামে অংশ নিচ্ছেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন