আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষকের অদ্ভুত কাণ্ড!

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৩; সময়: ১১:০৯ am | 
খবর > খেলা

পদ্মাটাইমস ডেস্ক : আর্জেন্টিনার দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপ জয়ের অন্যতম প্রধান কারিগর দলটির গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। বিশ্বকাপ শেষে শারীরিক ও মানসিক ভাবে ক্লান্ত হয়ে পড়েছিলেন মার্টিনেজ। সেই ক্লান্তি কাটাতে ইংল্যান্ড ফিরে দীর্ঘ সময় ঘুমিয়ে কাটিয়েছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন অ্যাস্টন ভিলার এই গোলরক্ষক।

মার্টিনেজ বলেন, ‘ইংল্যান্ডে ফেরার পর রাতে ১৪ থেকে ১৫ ঘণ্টা ঘুমিয়েছিলাম। যেখানে সাত থেকে আট ঘণ্টা ঘুমালেই হত।’

এদিকে বিশ্বকাপে অনবদ্য পারফরম্যান্স করে এর মধ্যেই একাধিক ক্লাবের নজর এসেছেন মার্টিনেজ। তাকে দলে ভেড়াতে আগ্রহী ম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহ্যাম, চেলসি, জুভেন্টাস, ইন্টার মিলানের মতো ইউরোপের প্রথম সারির ক্লাবগুলো। আগামী গ্রীষ্মকালীন দলবদলেই সম্ভবত নতুন ক্লাবের জার্সিতে দেখা যাবে এমিকে।

এই প্রসঙ্গে মার্টিনেজ বলেন, ‘নিজেকে একটা সময় ভাল গোলরক্ষক মনে করতাম না। যেমনটা হওয়ার স্বপ্ন দেখতাম, তেমন হতে পারছিলাম না। যদিও ছোট থাকতেই ইংল্যান্ডের বড় ক্লাবে খেলার সুযোগ পেয়েছিলাম। তাও সফল ফুটবলজীবন গড়ে তোলা ও আর্জেন্টিনার এক নম্বর গোলরক্ষক হওয়াই ছিল আমার লক্ষ্য। বিশ্বকাপ বা চ্যাম্পিয়ন্স লিগ জেতার স্বপ্ন দেখতাম না।’

এর আগে কাতারে বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচ থেকে ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনার গোলবারের নিচে অতন্দ্র প্রহরী হয়ে ছিলেন মার্টিনেজ। এমনকি ফাইনালে ফরাসিদের হারিয়ে তিন যুগের শিরোপা খরা কাটাতে এই গোলরক্ষকের ভূমিকা ছিল অভাবনীয়।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন