সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এমপি ফিরোজ কবিরের গাড়ী চালক

নিজস্ব প্রতিবেদক, সুজানগর : পাবনা-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আহমেদ ফিরোজ কবিরের ব্যাক্তিগত গাড়ী চালক মো.ফারুক হোসেন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
বুধবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে পাবনা-চাটমোহর সড়কের মূলগ্রাম নামক স্থানে। নিহত ফারুক হোসেন সুজানগর উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়নের শিকদারপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আব্দুল বারেকের ছেলে।
জানাযায়, দিনাজপুর আত্মীয়বাড়ী বেড়াতে যাওয়ার জন্য নিজ বাড়ী হতে সিএনজিযোগে রওনা হয়ে ট্রেনে উঠার জন্য চাটমোহর স্টেশনে যাচ্ছিলেন। এসময় রাত সাড়ে বারোটার দিকে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে গেলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফারুক কে মৃত ঘোষণা করে।
নিহত ফারুকের জানাজা নামাজ স্থানীয় সাতবাড়ীয়া ডিগ্রি কলেজ মাঠে বৃহস্পতিবার বাদ মাগরিব অনুষ্ঠিত হবে বিষয়টি নিশ্চিত করেছেন সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবিরের ব্যক্তিগত সহকারী তাজউদ্দিন।
এদিকে ফারুকের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন পাবনা-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আহমেদ ফিরোজ কবির সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।