বাঘায় সড়ক দুর্ঘটনায় আহত এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত: মার্চ ২, ২০২৩; সময়: ৮:৩৬ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘা উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। চার দিন আগে আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আহত ওই শিক্ষার্থীর নাম নয়ন আহম্মেদ (১৬)। তার বাবার নাম কাজল আহম্মেদ। তার বাড়ি বাঘার আড়ানী ইউনিয়নের বেড়েরবাড়ি মোল্লাপাড়া গ্রামে।

স্থানীয় লোকজন জানান, নয়ন ও তার বন্ধু অনিক হোসেন গত সোমবার মোটরসাইকেলে করে উপজেলার আড়ানীবাজার থেকে নিজ বাড়িতে যাচ্ছিল। কটার মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী উভয়ে গুরুতর আহত হয়।

তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে নয়নের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন