মালয়েশিয়াতে বন্যায় বাস্তুচ্যুত প্রায় ৪০ হাজার

প্রকাশিত: মার্চ ৫, ২০২৩; সময়: ১০:৫৮ am | 
খবর > আন্তর্জাতিক

পদ্মাটাইমস ডেস্ক : মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলীয় জোহর রাজ্যে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। কয়েকদিনের মুষলধারে বৃষ্টিতে বন্যার কারণে সিঙ্গাপুরের সীমান্তবর্তী অঞ্চলটিতে প্রায় ৪০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছে।

এছাড়া বন্যার কারণে গত সপ্তাহে অন্তত চার জন মারা গেছে। কর্মকর্তারা শনিবার এ তথ্য জানিয়েছেন।

জোহরের বাতু পাহাত জেলার ইয়ং পেং শহরের বাসিন্দা ৫৭ বছর বয়সী মোহাম্মদ নূর সাদ রয়টার্সকে বলেছেন, আমরা নভেম্বর এবং ডিসেম্বরে বর্ষার মৌসুমের জন্য সবসময় প্রস্তুতি নিতাম।

প্রতিটি পরিবারের একটি নৌকা রয়েছে। কিন্তু এখন অসময়োচিত আবহাওয়ার কারণে আমরা প্রস্তুত নই এবং পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে পড়েছে।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, কর্তৃপক্ষ বন্যায় বাস্তুচ্যুত মানুষের জন্য দুই শতাধিক আশ্রয়কেন্দ্র স্থাপন করেছে।

আবহাওয়া দফতর আগামী দিনে আরও বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন