বাগমারায় মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি-৮৮ ব্যাচের মিলন মেলা

প্রকাশিত: মার্চ ১১, ২০২৩; সময়: ৬:৪২ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাগমারায় মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি-৮৮ ব্যাচের মিলন মেলা ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ মার্চ) বিদ্যালয়ে এ মিলন মেলা ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি-৮৮ ব্যাচের সভাপতি ও সৈয়দপুর মচমইল মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মোশাররফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন খান। বিশেষ অতিথি ছিলেন মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. আব্দুস সালাম।

নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুদ্দীন প্রামানিকের পরিচালনায় উপস্থিত ছিলেন এনামুল হক, আশরাফুল ইসলাম, কামরুজ্জামান শাহ, তহমিনা খাতুন, লতিফা বানু, অলক মিথ্যার কাজিমুদ্দিন, আব্দুল আলিম প্রমুখ।

এদিন অনুষ্ঠিত চার পর্বের মধ্যে ছিল স্মৃতিচারণ, প্রীতিভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্রয়ের মাধ্যমে পুরস্কার বিতরণ।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন