আশুলিয়ায় শিক্ষার্থী-এলাকাবাসী সংঘর্ষে আহত ১০
প্রকাশিত:
মার্চ ১৪, ২০২৩; সময়: ১১:৪৫ am | 
খবর > শিক্ষাঙ্গন

পদ্মাটাইমস ডেস্ক : ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সাথে এলাকাবাসীর সংঘর্ষের জেরে এখনো থমথমে সাভারের আশুলিয়া ইউনিয়নের গৌরিপুর ও কুমকুমারী এলাকা। সোমবার রাতের ওই সংঘর্ষে আহত হন অন্তত ১০ জন, ভাঙচুর করা হয় শতাধিক দোকানপাট।
আশুলিয়া ইউনিয়ন পরিষদের চার নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হোসেন আলী জানান, গৌরিপুরের বটতলায় ড্যাফোডিলের এক শিক্ষার্থীর মোটরসাইকেলের সাথে একটি লেগুনার সংঘর্ষ হয়। এতে লেগুনার লোকজন ও স্থানীয়দের সাথে তার কথাকাটাকাটি হয়। পরে শিক্ষার্থীরা গৌরিপুর ও কুমকুমারীতে দোকান ভাঙচুর করলে সংঘর্ষ বেধে যায়।