পেরুতে আকস্মিক বন্যায় ৬ জনের মৃত্যু

পদ্মাটাইমস ডেস্ক : লাতিন আমেরিকার দেশ পেরুতে শক্তিশালী সাইক্লোন ইয়াকুর তাণ্ডবের পর এবার দেখা দিয়েছে আকস্মিক বন্যা। বন্যায় এখন পর্যন্ত অন্তত ছয় জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়।
শুক্রবার (১৭ মার্চ) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, বন্যা-ভূমিধসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ল্যামবায়েক, পিউরা ও তুম্বেস এলাকা। ভেঙে পড়েছে ঘরবাড়ি, উপড়ে গেছে গাছপালা। ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যোগাযোগ ব্যবস্থা।
দুর্গত এলাকায় পৌঁছাতে পারছে না উদ্ধারকারী দল। মিলছে না পর্যাপ্ত ত্রাণ সহায়তা। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দাবি, চলতি বর্ষা মৌসুমে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৫৮ জন।
গেলো বছরই, প্রেসিডেন্ট পদ থেকে পেদ্রো কাস্তিলোকে হঠানোর পর রাজনৈতিকভাবে টালমাটাল লাতিন দেশটি। এবার নতুনভাবে পড়লো দুর্যোগের কবলে।