মুখে আঘাত পেয়ে হাসপাতালে মিরাজ

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৩; সময়: ২:০৮ pm | 
খবর > খেলা

পদ্মাটাইমস ডেস্ক : শুক্রবার সকালে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলনে গা গরমের জন্য ফুটবল খেলছিল বাংলাদেশ দল। এসময় চোট পেয়েছেন মেহেদি হাসান মিরাজ। চোট গুরুতর হওয়ায় সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

মাঠে অনুশীলনের সময় পেসার হাসান মাহমুদের একটি কিক হঠাৎ করে এসে লাগে মিরাজের মুখে। এরপর মুখে হাত দিয়ে মাঠেই বসে পড়েন এই অলরাউন্ডার। ফিজিও বাইজিদুল ইসলাম এসে কিছুক্ষণ দেখাশোনা করেন, পরে মিরাজকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

এদিকে চোটের কবলে পড়ে গতকাল ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গিয়ে গিয়েছিলেন জাকির হাসান। বা হাঁতের বৃদ্ধাআঙ্গুলে অনুশীলনের সময় ব্যথা পান জাকির তাতেই আইরিশ সিরিজ শেষ সিলেটের এই ক্রিকেটারের।

এদিকে জাকিরের বদলি হিসেবে প্রথমবারের মতো ওয়ানডে দলে জায়গা পেয়েছেন রনি তালুকদার।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন