রাজশাহীতে বঙ্গবন্ধুর জন্মদিনে জেলা ছাত্রলীগ নেতার খাবার বিতরণ

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৩; সময়: ৪:১৬ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রাজশাহীতে ছিন্নমূলদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৭ মার্চ) রাতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারার নির্দেশনায় রাজশাহীর রেল স্টেশন ও আশেপাশের এলাকার ৩ শতাধিক দুঃস্থদের মাঝে এই খাবার বিতরণ করেন রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান জেলা ছাত্রলীগের সভাপতি পদ প্রত্যাশী মোমিনুল ইসলাম মোহন।

এর আগে সকাল ১০ টার দিকে মোমিনুল ইসলাম মোহন এর নেতৃত্বে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে রাজশাহী জেলা ছাত্রলীগ। এরপর নেতাকর্মীদের নিয়ে কেক কাটা হয়।

এসময় মোমিনুল ইসলাম মোহন বলেন, ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিনের শুভেচ্ছা। আমাদের দেশের স্বাধীনতা ও অগ্রগতিতে বঙ্গবন্ধুর অবদান কখনো ভোলার নয়।’

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর দূরদৃষ্টি, সাহসিকতা এবং বাঙালি জনগণের প্রতি অটুট অঙ্গীকার আমাদের আজও অনুপ্রাণিত করে চলেছে।’

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন