চারঘাটে শহর সমন্বয় কমিটির ত্রৈমাসিক সভা

প্রকাশিত: মার্চ ২০, ২০২৩; সময়: ১১:০৯ am | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক, চারঘাট : চারঘাট পৌরসভা আয়োজনে চারঘাটে শহর সমন্বয় টিএলসিসি কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টায় পৌরসভা সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়েছে।

পৌর মেয়র একরামুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পৌর সভার প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচিব রেজাউল করিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মানিক।

এছাড়া অন্যাদের মধ্যে বক্তব্য দেন ব্যবসায়ী আক্তারুজ্জামান রনি, চারঘাট পুলিশ কমিউনিটি ডে চারঘাট সমন্বয় কমিটির সভাপতি শ্রী বজ্রহরি দাস, মহিলা কাউন্সিলর তামিয়ন্নেছা, ৮নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, ৬নং ওয়ার্ড আজাদ আলী, টিএলসিসি কমিটির সদস্য সবুর আলী, আজিম ও নজরুল ইসলামবাচ্চু সহ এনজিও প্রতিনিধি, পেশাজীবি, এবং শহর সমন্বয় টিএলসিসি কমিটির ৩০ জন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আমার ভুলক্রটি ধরিয়ে দিয়ে কাজের সমস্যাগুলো সংশোধন এর মাধ্যমে আমাকে উন্নয়নের সুযোগ করে দেন বললেন পৌর মেয়র একরামুল হক। তিনি আরো বলেন, যেসকল সমস্যা রয়েছে তা অতিশীঘ্রই বাস্তবায়ন করা, রাজস্ব খাতে ট্যাস্ক আদায় ও পৌর কর পরিশোধ সাপেক্ষে সকল জনগনের সেবা প্রদানের নিশ্চিত করা।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন