সাদ্দাম হোসেনের শেষ দিনগুলো নিয়ে সিনেমা

প্রকাশিত: এপ্রিল ১, ২০২৩; সময়: ২:৩৯ pm | 
খবর > বিনোদন

পদ্মাটাইমস ডেস্ক : ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন তার জীবনের শেষ সময়টা কাটিয়েছেন ১২জন মার্কিন পুলিশের সঙ্গে। সুপার টুয়েলভ নামের ওই ১২জন মার্কিন পুলিশকে বিচার চলাকালীন তার ব্যক্তিগত রক্ষী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তাদের সবার সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিলেন প্রয়াত এই প্রেসিডেন্টের।

তাদের একজন উইল বার্ডেনওয়ার্পার। তিনি শেষ দিনগুলোতে বন্দি প্রেসিডেন্টকে খুব কাছে থেকে দেখেছেন, হয়েছেন অনেক ঘটনার সাক্ষী। সেসব পুজি করেই এই মার্কিন পুলিশ লিখেছিলেন ‘দ্য প্রিজনার ইন হিজ প্যালেস’। সাদ্দাম হোসেনের জীবনের শেষ ছয় মাসের কথা করেছিলেন মলাটবন্দি।

এবার সাদ্দামের শেষ দিনগুলো নিয়ে তৈরি হচ্ছে সিনেমা। ছবিটি নির্মাণ করতে যাচ্ছেন এমি জয়ী সুইডিশ নির্মাতা জোহান রেঙ্ক। তিনি নির্ভর করছেন ‘দ্য প্রিজনার ইন হিজ প্যালেস’-এর ওপর। উইল বার্ডেনওয়ার্পারের বইটি অবলম্বনেই নির্মাণ করতে যাচ্ছেন ছবিটি।

সিনেমাটির প্রযোজনার দায়িত্বে থাকবেন রেঙ্ক ও প্যারেটস। নির্বাহী প্রযোজক হিসেবে থাকছেন বার্ডেনওয়ার্পার। স্ক্রিনরাইটার হিসেবে থাকছেন ডারবি কিয়ালে।

এ ছবিতে উঠে আসবে সাদ্দাম হোসেনের শেষ সময়গুলোর কথা। জানা যাবে অজানা তথ্যগুলো যা সুপার টুয়েলভ ছাড়া আর কারও অবগত ছিল না।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন