প্রপার টেস্ট ম্যাচের আশা মিরাজের

পদ্মাটাইমস ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দলের একমাত্র টেস্ট আগামীকাল থেকে মাঠে গড়াতে যাচ্ছে। তার আগে আজ (সোমবার) অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিয়েছে টিম টাইগার্স।
ব্যাটিং বোলিংয়ের পাশাপাশি দলের ক্রিকেটাররা সেরেছেন ফিল্ডিংয়ের অনুশীলনও। যদিও অধিনায়ক সাকিব আল হাসান করেননি কোনো অনুশীলন। গল্প-আড্ডায় কাটিয়েছেন এদিন তিনি।
দলীয় অনুশীলন শেষে মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে এদিন দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে কথা বলেছেন মেহেদী হাসান মিরাজ।টাইগার এই অলরাউন্ডারের দাবি আইরিশদের বিপক্ষে পূর্ণশক্তির দলই খেলবে। একই সঙ্গে জানালেন দলের সবাই রয়েছেন বেশ ফুরফুরে মেজাজে।
মিরাজ যেমনটা বলছিলেন, ‘একটা জিনিস দেখেন যে, অনেকদিন পর টেস্ট খেলছি, প্রায় ৩-৩.৫ মাস পর। অবশ্যই আমরা পূর্নশক্তির দল খেলছি। এর আগে হয়তো আমাদের সবার একসঙ্গে খেলা হয়নি অনেকদিন।
হয়তো অনেকে ছিল, অনেকে ছিল না। তবে এই টেস্টে আমাদের পূর্ণশক্তির দলই খেলছে। আর কম্বিনেশনটা আমাদের জন্য খুবই ভালো আছে। আলহামদুলিল্লাহ, যেহেতু সবাই খেলার মধ্যে আছে, খুবই ভালো টাচে আছে।’
প্রপার টেস্ট ম্যাচ ক্রিকেট খেলার কথা জানিয়ে মিরাজ আরও বলেন, ‘যেহেতু আমাদের হোম কন্ডিশন। যেটা আমরা সবসময় বলে আসছি স্পিন দিয়ে আমরা ভালো করি।
তবে সুযোগ পেস বোলারদের জন্যও থাকবে। যেহেতু উইকেটটা আমরা দেখেছি, ভালো উইকেট করার চেষ্টা করছে। যেন সবাই আমরা ভালো করতে পারি, ব্যাটাররা, পেস বোলাররা এবং স্পিনাররাও।
আরও যোগ করেন, আমরা যেন প্রপার টেস্ট ক্রিকেটটা খেলতে পারি, সেইভাবেই আমাদের দল সাজানো হচ্ছে। পেস বোলিং বলেন, স্পিনার বলেন, ব্যাটাররা যারা আছে। তিনটা ডিপার্টমেন্টেই যেনো আমরা ভালো করতে পারি।’