অসহায় মানুষের পাশে সেহরি নিয়ে হিরো আলম

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৩; সময়: ১২:৩৪ pm | 
খবর > বিনোদন

পদ্মাটাইমস ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত নাম হিরো আলম। বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয়তা দিয়ে তিনি সব সময় আলোচনায় থাকেন। তবে এসবের বাইরে মাঝে মাঝে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও দেখা যায় এ কনটেন্ট ক্রিয়েটরকে।

ইতোপূর্বে নিজের নামে ফাউন্ডেশন গড়েন তিনি। সংগঠনের নাম ‘হিরো আলম ফাউন্ডেশন’। সেখান থেকে মানুষদের সহায়তার চিত্র ফেসবুকে বিভিন্ন সময় তুলে ধরেছেন তিনি।

এবার আলোচিত এ ব্যক্তিকে মধ্যরাতে সেহরি নিয়ে অসহায় মানুষের পাশে দেখা গেল। সোমবার বিকালে ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেন হিরো আলম। সেখানে দেখা যায়, মধ্যরাতে অসহায় মানুষদের সাহরির খাবার দিচ্ছেন তিনি।

রাজধানীর মালিবাগ এলাকায় রাস্তার ফুটপাতে শুয়ে থাকা মানুষ ও রাস্তায় চলাচল করা দিনমজুরদের হাতে সেহরির খাবার তুলে দেন হিরো আলম।

এর আগে তিনি জানিয়েছিলেন, রমজানে প্রতি রাতে অসহায় মানুষদের খাবার দেবেন তিনি। তবে সেটা তার সাধ্যমতো।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন