ডা: ফাতেমার বিরুদ্ধে ২৬ কোটি টাকা কর ফাঁকির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী কর অফিসে অভিযান চালিয়ে ঘুষের ১০ লাখ টাকাসহ উপ-কর কমিশনার মহিবুল ইসলাম ভুঁইয়াকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার দুপুরে এ অভিযান চালানো হয়।
তবে মহিবুল ইসলাম ভুঁইয়াকে গ্রেপ্তারের পর নিয়ে যাওয়ার সময় তিনি সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, ‘টাকাগুলো তিনি ঘুষ নেননি। টাকাগুলো বাইরে থেকে নিয়ে এসে তাকে ফাঁসানো হয়েছে।
তিনি বলেন, ঘুষের অভিযোগকারী চিকিৎসক ফাতেমা সিদ্দীকা ২৬ কোটি টাকার সম্পদ গোপন করেছেন। যেটি ব্যাংক হিসেবে আছে। কিন্তু আয়কর ফাইলে তিনি সেটি উপস্থাপন করেননি। যার ফলে মোটা অংকের কর ফাঁকি দিয়েছে তিনি। এটি নিয়ে কাজ করার কারণে আমাকে ফাঁসানো হয়েছে।
দুদকের রাজশাহী জেলা সমন্বিত কার্যালয়ের উপপরিচালক মনিরুজ্জামান বলেন, ডাক্তার ফাতেমা সিদ্দীকার ৫-৬ বছরের পুরনো ফাইল বের করে ২৬ কোটি টাকার সম্পদ গোপন করার অভিযোগ তোলা হয়। এর পর রাজশাহী কর বিভাগের সার্কেল-১৩ অঞ্চলের উপ-কর কমিশনার মহিবুল ইসলাম ভুঁইয়া বিপুল অংকের কর ধার্য করার করার হুমকি দেন।
তিনি বলেন, মহিবুলের দাবি অনুযায়ী ৬০ লাখ টাকার মধ্যে ১০ লাখ টাকা নিয়ে যান ডাক্তার ফাতেমা সিদ্দিীকা। এর পর টাকাগুলো নিয়ে মহিবুল ইসলাম তার কার্যালয়ের ড্রয়ারে রাখেন। এর পর দুদকের রাজশাহী বিভাগের উপ-পরিচালক কামরুল আহসানের নেতৃত্বে ৯ সদস্যের একটি দল ওই কার্যালয়ে অভিযান চালান। এ সময় মহিবুলের ড্রয়ার থেকে ১০ লাখ টাকাসহ বেশকিছু ফাইলপত্র জব্দ করা হয়। এ ঘটনায় উ-কর কমশিনার মহিবুল ইসলামকে আসামি করে ১৬১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
মনিরুজ্জামান আরও বলেন, ‘কর ফাঁকি দিয়ে সেটি কর আইনের লঙ্ঘন। সেটি কর বিভাগ দেখবে। কিন্তু ঘুষ নিয়ে তো সেটি সমাধান হবে না।’