র‌্যাব হেফাজতে নারীর মৃত্যু তদন্তে উচ্চতর কমিটি গঠনের নির্দেশ

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৩; সময়: ৪:৫২ pm | 
খবর > আইন-আদালত

পদ্মাটাইমস ডেস্ক : নওগাঁয় র‍্যাব হেফাজতে সুলতানা জেসমিনের মৃত্যুর অভিযোগ তদন্ত করতে উচ্চক্ষমতা সম্পন্ন একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মন্ত্রিপরিষদ সচিবকে এ নির্দেশনা দেওয়া হয়।

এ কমিটিতে নওগাঁর দুজন বিচারককে রাখতে বলা হয়েছে। আগামী দুই মাসের মধ্যে এ কমিটিকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

এছাড়া তদন্ত চলাকালে ওই নারীকে আটক এবং পুরো ঘটনার সময়ে দায়িত্বে থাকা র‍্যাব সদস্যদের বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে র‍্যাব সদরদপ্তরে আনতে বলেছেন হাইকোর্ট।

হেফাজতে নারীর মৃত্যুর ঘটনায় করা রিটের শুনানি নিয়ে বুধবার (৫ এপ্রিল) হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মো. মাহাবুবুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন