অ্যাপ ডাউনলোড উদযাপন করল মেটলাইফ থ্রিসিক্সটি হেলথ
প্রকাশিত:
এপ্রিল ১২, ২০২৩; সময়: ৩:০৬ pm | 
খবর > অর্থনীতি

পদ্মাটাইমস ডেস্ক : মেটলাইফের থ্রিসিক্সটি হেলথ মোবাইল অ্যাপ ৬ লাখেরও বেশি ডাউনলোড সম্পন্ন হওয়ায় তা উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে মেটলাইফের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম সম্প্রতি মেটলাইফ বাংলাদেশের এজেন্ট, ব্রাঞ্চ ম্যানেজার ও কর্মীদের সঙ্গে ইফতার ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
এতে আরও উপস্থিত ছিলেন, মেটলাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর জাফর সাদেক চৌধুরী এবং চিফ মার্কেটিং অফিসার নওফেল আনোয়ার।