হাইকোর্টে অবকাশকালীন বেঞ্চ গঠন
প্রকাশিত:
এপ্রিল ২৫, ২০২৩; সময়: ২:৫০ pm | 
খবর > আইন-আদালত

পদ্মাটাইমস ডেস্ক : বিচারকার্য পরিচালনায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে একটি অবকাশকালীন বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
মঙ্গলবার (২৫ এপ্রিল) থেকে আগামী বৃহস্পতিবার (২৭ এপ্রিল) পর্যন্ত নবগঠিত এই বেঞ্চে বিচারিক কার্যক্রম চলবে।
সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে অবকাশকালীন বেঞ্চ গঠনের বিষয়টি জানানো হয়েছে।
সুপ্রিম কোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলী সমন্বয়ে গঠিত ওই বেঞ্চে দুর্নীতি দমন কমিশন আইন ও মানি লন্ডারিং আইনের অধীন বিষয়াদিসহ ফৌজদারি মোশন, ফৌজদারি আপিল, রিভিশন, ফৌজদারি বিবিধ সংক্রান্ত মোকদ্দমা, এ সংক্রান্ত রুল, আবেদনপত্র গ্রহণ ছাড়াও শুনানি অনুষ্ঠিত হবে।