গতিশীল জুডিশিয়ারি তৈরিতে আমরা বদ্ধপরিকর : প্রধান বিচারপতি

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৩; সময়: ২:৫৩ pm | 
খবর > আইন-আদালত

পদ্মাটাইমস ডেস্ক : প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, গত ৫০-৬০ বছরে দেশের অবস্থা অনেক পরিবর্তন হয়েছে। আমরা দ্রুত সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছি। গতিশীল রাষ্ট্রের সঙ্গে খাপ খাইয়ে একটি গতিশীল জুডিশিয়ারি তৈরি করতে আমরা বদ্ধপরিকর।

বৃহস্পতিবার শেরপুর জেলা জজ আদালত প্রাঙ্গণে বিচার প্রার্থীদের জন্য নির্মিতব্য ন্যায়কুঞ্জের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এ কথা বলেন তিনি।

প্রধান বিচারপতি বলেন, আমাদের লক্ষ্য একটাই, দেশকে আরো গতিশীলতার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া।

তিনি আরো বলেন, গত বছর সুপ্রিমকোর্টে ১৫৫টি ডেথ রেফারেন্স কেস নিষ্পত্তি হয়েছে। গত ৫০ বছরেও এমনটা হয়নি। বর্তমানে নতুন মামলার চেয়ে নিষ্পত্তি হওয়া মামলার সংখ্যা বেশি। এ কারণে সর্বোচ্চ আদালতে মামলার জট অনেকটাই কমেছে।

এরপর জেলা আইনজীবী সমিতিতে নবনির্মিত বার লাইব্রেরীর উদ্বোধন ও আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

এ সময় উপস্থিত ছিলেন- সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্টার মুন্সী মো. মশিয়ার রহমান, আপিল বিভাগের রেজিস্ট্রার মো. সাইফুর রহমান, জেলা ও দায়রা জজ মো. তৌফিক আজিজ প্রমুখ।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন