‘সিটি নির্বাচনে ইসির নির্দেশনা অনুযায়ী কাজ করবে পুলিশ’

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৩; সময়: ১১:৫৩ pm | 
খবর > নির্বাচন

পদ্মাটাইমস ডেস্ক : আসন্ন সিটি করেপারেশন নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশনের (ইসি) যে কোনও নির্দেশনা পালনে পুলিশ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

তিনি বলেন, ‘সিটি নির্বাচন নিয়ে কোনও চ্যালেঞ্জ দেখছি না। নির্বাচনের সময় নির্বাচন কমিশন যে দায়িত্ব দিবেন বাংলাদেশ পুলিশ সে দায়িত্ব পালন করবে। যেকোনও চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের প্রস্তুতি থাকবে।’

শুক্রবার হজরত শাহজালালের (র.) মাজার জিয়ারত শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাব আইজিপি এসব কথা বলেন।

পুলিশ প্রধান বলেন, ‘এর আগেও আমরা অনেক নির্বাচন করেছি। নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশ পুলিশের অভিজ্ঞতা আছে, প্রশিক্ষণ আছে। নির্বাচনের সময় আমরা নির্বাচন কমিশনের অধীনে কাজ করে থাকি। নির্বাচন কমিশন আমাদের যে নির্দেশনা দেবে সে অনুযায়ী কাজ করবো।’

দরগাহ মসজিদে জুম্মার নামাজ পড়ে আইজিপি মাজার জিয়ারত করেন। এরপর তিনি নিজের মা ও বাবার কবর জিয়ারত করেন। সিলেট রেঞ্জের ডিআইজি মো. মিজান শাফিউর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার মো. ইলিয়াছ শরীফ, সিলেট জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ট্রাফিক) মুহাম্মদ আব্দুল ওয়াহাব, উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ, সিলেটের সাবেক পিপি অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

এরআগে, বৃহস্পতিবার রাত ১১টায় বিমানযোগে সস্ত্রীক সিলেটে পৌঁছান আইজিপি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান সিলেটের পুলিশ কর্মকর্তারা। পরে এসএমপি অফিসার্স মেসে আইজিপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন ও জেলা প্রশাসক মো. মজিবর রহমান।

তিন দিনের সফরে আইজিপি পুলিশ অফিসার্স মেসের জন্য প্রস্তাবিত নতুন জায়গা পরিদর্শন, সিলেটে কর্মরত অফিসারদের সঙ্গে মতবিনিময়, নির্মাণাধীন ৭-এপিবিএন সিলেট পরিদর্শন, নির্মাণাধীন আরআরএফ পরিদর্শন এবং সিলেটে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন। খবর বাসস।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন