ধুমধাম আয়োজন, বর আসতেই বিয়ে ভাঙলেন তরুণী

প্রকাশিত: মে ৫, ২০২৩; সময়: ১১:৩৭ am | 
খবর > আন্তর্জাতিক

পদ্মাটাইমস ডেস্ক : বিয়ে বাড়িতে উৎসবে মেতেছিল সবাই। কনেও প্রস্তুত, বর আসবে এখনই। কিন্তু বরযাত্রী ঢুকতেই বদলে গেলে দৃশ্যপট। বেঁকে বসলেন কনে, শেষ পর্যন্ত বিয়েই করলেন না তিনি।

এ বিয়ে ভাঙার কারণও যথেষ্ট বিস্ময়কর। কারণ কনে বিয়ে বাতিল করার জন্য তেমন কোনো কারণই দেখাতে পারেননি। তিনি কেবল জানিয়েছেন, বিয়ে করতে তার ইচ্ছা করছে না।

দিন কয়েক আগে ঘটনাটি ঘটে ভারতের মধ্যপ্রদেশের রাজগড় এলাকায়।

ওই তরুণীর বিয়ের কয়েকদিন পর তার ভাইয়েরও বিয়ে ঠিক হয়েছিল। কিন্তু ভাইয়ের সেই বিয়েটি হঠাৎ বাতিল হয়ে যায়। তার কারণও বিচিত্র।

জানা গেছে, যে তরুণীর সঙ্গে কনের ভাইয়ের বিয়ে ঠিক হয়েছিল, পরে জানা যায় সে নাবালিকা। সেই কারণে বিয়ে বাতিল হয়ে যায়। ভাইয়ের বিয়ে ভাঙায় পরিবারে শোকের আবহ চলছিল।

সেই মনখারাপের মাঝে নিজের বিয়েতে আগ্রহ হারিয়ে ফেলেন কনে। তাই বরযাত্রী আসার পর বিয়ে ভেঙে দিয়েছেন তিনি।

আবার কনের এই সিদ্ধান্ত জানার পর বর থানায় হাজির হন। বিয়েতে পুলিশি হস্তক্ষেপের দাবি জানান তিনি।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন