ইমরানের বাসভবন ঘিরে বাড়তে শুরু করেছে উত্তেজনা

প্রকাশিত: মে ১৮, ২০২৩; সময়: ১১:৫২ am | 
খবর > আন্তর্জাতিক

পদ্মাটাইমস ডেস্ক : প্রায় প্রতিদিনই পাকিস্তানে আলোচনার শীর্ষে থাকে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এবার তার বাসভবনকে ঘিরে বাড়তে শুরু করেছে উত্তেজনা।

লাহোরে জামান পার্কের বাড়িটি ঘিরে রেখেছে আইন শৃংখলা বাহিনীরা। ইমরান খান দাবি করেছেন, তাকে যেকোনো সময় আবারো গ্রেফতার করা হতে পারে। এছাড়াও দলীয় নেতাকর্মীদের ওপর পুলিশি নির্যাতনেরও অভিযোগ করেছেন তিনি।

তবে পাঞ্জাবের তত্ত্বাবধায়ক সরকারের তথ্যমন্ত্রী আমির মির বলেছেন, ইমরান খানের বাড়ির ভেতরে ৩০ থেকে জন ‘সন্ত্রাসীকে’ লুকিয়ে রাখা হয়েছে। এরা গত সপ্তাহে পিটিআই প্রধানের গ্রেফতার পরবর্তী সহিংসতার সময় বিভিন্ন সামরিক স্থাপনায় হামলার সঙ্গে জড়িত ছিলেন।

এসব সন্ত্রাসীকে হস্তান্তর করতে ২৪ ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। স্থানীয় সময় দুপুর ২টায় শেষ হবে এই ডেডলাইন। এরপরেই ইমরানের বাড়িটিতে অভিযান শুরু হবে বলে জানিয়েছেন পাঞ্জাবের তথ্যমন্ত্রী।

গত রাতে টিয়ারগ্যাস এবং ভারী যন্ত্রপাতি নিয়ে সজ্জিত কমপক্ষে দেড় হাজার পুলিশকে জামান পার্কের দিকে অগ্রসর হতে দেখা গেছে। তিনটি স্তরে তারা ইমরান খানের বাড়িটি ঘিরে রাখবে।

শুধু তা-ই নয়, এলিট পুলিশ কমান্ডো এবং অন্যান্য প্রশিক্ষিত কর্মীরা এই অভিযানে নেতৃত্ব দেবেন এবং সংঘর্ষের ক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেঞ্জার্সকে ‘হাই অ্যালার্ট’ অবস্থায় রাখা হয়েছে।

পুলিশ জামান পার্কের দিকে যাওয়ার সব রাস্তা বন্ধ করে দিয়েছে। জেল রোড, দ্য মল, আল্লামা ইকবাল রোড এবং ধরমপুরায় প্রতিবন্ধকতা তৈরি করে জামান পার্কে সব ধরনের যানবাহন যাওয়া-আসা বন্ধ করে দেওয়া হয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন