সালমানের বোনের বাড়ি থেকে গয়না চুরি

প্রকাশিত: মে ১৮, ২০২৩; সময়: ১:০৫ pm | 
খবর > বিনোদন

পদ্মাটাইমস ডেস্ক : সে কী কাণ্ড! রজনীকান্তের মেয়ে, সোনু নিগমের পর এবার চোরের পাল্লায় পড়লেন বলিউডের ভাইজান সালমান খানের বোন অর্পিতা খান। কয়েকমাস আগেই দক্ষিণি মেগাস্টার রজনীকান্তের বড় মেয়ে ঐশ্বর্যর নতুন বাড়ি থেকে চুরি হয়ে যায় প্রায় ৩০০ ভরি সোনার গয়না। পরে শোনা যায়, তার বিশ্বস্ত পরিচারিকা কয়েকদিন ধরে বাড়িতে চুরি চালিয়ে ৫০-৬০টি হিরা, সোনা ও রূপার গহনা আত্মসাৎ করেছেন। এদিকে কিছুদিন আগেই গায়ক সোনু নিগম এবং তার বাবার বাড়ি থেকেও কয়েক লাখ টাকা চুরি হয়ে গিয়েছিল। পরে জানা যায়, সোনুর নতুন গাড়ির ড্রাইভার টাকা চুরি করেছেন। সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয় তাকে। এবার শোনা গেল, সালমান খানের বোন অর্পিতা খানের বাড়ি থেকে কয়েক লাখ টাকার সোনার গয়না চুরি হয়ে গিয়েছে।

তবে পুলিশের তৎপরতায় তিনি কানের দুল ফিরে পেয়েছেন এবং চোরকে গ্রেফতার করা হয়েছে। মুম্বাইয়ের খার পুলিশ কানের দুল চুরির অভিযোগে ৩০ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। অভিযুক্তের নাম সন্দীপ হেগড়ে, যিনি ভিলে পার্লে পূর্বের আম্বেওয়াড়ি বস্তির বাসিন্দা। সূত্রের খবর, তিনি অর্পিতা খান শর্মার বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতেন। কানের দুল খুঁজে না পেতেই তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। তার কানের দাম প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের ছিল। হীরার কানের দুলটি মেকআপ ট্রেতে রাখা ছিল, সেটাই নিখোঁজ হয়ে যায় গত ১৬ মে।

সেই রাতেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তকে গ্রেফতারের জন্য খার পুলিশের সিনিয়র ইন্সপেক্টর মোহন মানের অধীনে, পিআই বিনোদ গাঁওকর, পিএসআই লক্ষ্মণ কাকড়ে পিএসআই গাওলি এবং ডিটেকশন কর্মীদের সমন্বয়ে একটি দল গঠন করা হয়। যেখানে প্রায় ১১ জন সদস্য ছিল।

গত চার মাস ধরেই অভিযুক্ত অর্পিতা খানের বাড়ি থেকে গয়না চুরি করার পরিকল্পনা করে। এরপর সে কাউকে কিছু না জানিয়ে চুরি করে পালিয়ে যায়। তার বাড়ি থেকে চুরি হওয়া সম্পত্তি ভালোভাবেই উদ্ধার করা হয়েছে এবং হেগড়েকে পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে আইপিসির ৩৮১ ধারা (চাকর দ্বারা চুরি) মামলা করা হয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন