স্ত্রীকে শ্বাসরোধে হত্যায় স্বামীর আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে স্ত্রী হত্যার দায়ে আজহার আলী (৫৫) নামে এক ব্যক্তির আমৃত্যু কারদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৩০ মে) রাজশাহী অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবুল কালাম আজাদ এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আজহার নগরীর এয়ারপোর্ট থানার বিরস্তইল ডালাপুকুর এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আখতারুল আলম বাবু বলেন, আজহার আলী প্রায় তার স্ত্রী দেলোয়ারা বিবিকে নির্যাতন ও মারধর করতেন। তার স্ত্রী রাজশাহী মেডিকেল কলেজ হাসপতালে তিন-চারবার চিকিৎসাও নিয়েছেন। ২০২০ সালের ১৩ এপ্রিল কথা কাটাকাটির জেরে শ্বাসরোধে তাকে হত্যা করেন আজহার। এ ঘটনায় নিহতের ভাই আক্তার আলী বাদী হয়ে এয়ারপোর্ট থানায় মামলা করেন। এ মামলায় আদালত আজ রায় ঘোষণা করেন।
এ আইনজীবী আরও বলেন, আসামি আজহারের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় তার আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।